Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

সিটিজেন চার্টার

নাগরিক সেবা কার্যক্রম

বিএআরআই- এর কার্যাবলী

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) অধ্যাদেশ ১৯৭৬ (LXII of 1976) অনুসরণে বিএআরআই একটি স্বায়ত্বশাসিত কৃষি গবেষণা প্রতিষ্ঠান। এই ইনস্টিটিউট উন্নত ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে গম, ভুট্রা, বার্লি, কাউন ও চিনা, সকল প্রকার ডাল, তৈলবীজ, কন্দাল ফসল, ফল, সবজি, ফুল ও মসলার উৎপাদন বৃদ্ধি করার জন্য বদ্ধপরিকর। উদ্ভাবিত প্রযুক্তি কৃষক, সম্প্রসারণকর্মী, এনজিও, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সকলের নিকট হস্তান্তরের লক্ষ্যে নিম্নোক্ত সেবা প্রদান করে থাকে।

ক্রমিক নং

প্রযুক্তি সেবা ক্ষেত্র

সেবা প্রদানকারী কেন্দ্র/বিভাগ/শাখা

১।গমের উন্নত জাত ও উৎপাদন প্রযুক্তিগম গবেষণা কেন্দ্র, দিনাজপুর
২।ভুট্রা, বার্লি, কাউন ও চিনার উন্নত জাত ও উৎপাদন প্রযুক্তিউদ্ভিদ প্রজনন বিভাগ, গাজীপুর
৩।বিভিন্ন ডাল ফসলের উন্নত জাত ও উৎপাদন প্রযুক্তিডাল গবেষণা কেন্দ্র, ঈশ্বরদী
৪।তৈলবীজ ফসলের উন্নত জাত ও উৎপাদন প্রযুক্তিতৈলবীজ গবেষণা কেন্দ্র, গাজীপুর
৫।আলু, মিষ্টি আলু ও কচুর উন্নত জাত ও উৎপাদন প্রযুক্তিকন্দাল ফসল গবেষণা কেন্দ্র, গাজীপুর
৬।সবজি, ফল ও ফুলের উন্নত জাত ও উৎপাদন প্রযুক্তিউদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, গাজীপুর
৭।মসলা জাতীয় ফসলের উন্নত জাত ও উৎপাদন প্রযুক্তিমসলা গবেষণা কেন্দ্র, বগুড়া
৮।বিভিন্ন ফসলের সমন্বিত ফসল ব্যবস্থাপনাকৃষিতত্ত্ব বিভাগ, গাজীপুর
৯।বিভিন্ন ফসলের মৃত্তিকা, সার (জৈব/অজৈব/জীবাণু সার) ও আর্সেনিক ব্যবস্থাপনামৃত্তিকা বিজ্ঞান বিভাগ, গাজীপুর
১০।বিভিন্ন ফসলের রোগবালাই ব্যবস্থাপনাউদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ, গাজীপুর
১১।বিভিন্ন ফসলের পোকামাকড় ব্যবস্থাপনা, বিভিন্ন শাক সবজিতে বিষ প্রতিক্রিয়া মাত্রা নিরুপন ও বিভিন্ন কীট নাশকের গুনগতমান পরীক্ষা করাকীটতত্ত্ব বিভাগ, গাজীপুর
১২।ক্ষতিকর মেরুদন্ডী প্রাণী দমন ব্যবস্থাপনাঅনিষ্টকারী মেরুদন্ডী প্রাণী বিভাগ, গাজীপুর
১৩।লাগসই কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন ও ব্যবহারএফএমপিই বিভাগ, গাজীপুর
১৪।বিভিন্ন ফসলের সেচ ও পানি ব্যবস্থাপনাসেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ, গাজীপুর
১৫।বিএআরআই উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তির অর্থনৈতিক বিশ্লেষণ ও বাজার ব্যবস্থাপনাকৃষি অর্থনীতি বিভাগ, গাজীপুর
১৬।বিভিন্ন ফসলের সংগ্রহত্তোর সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তিপোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগ, গাজীপুর
১৭।বিভিন্ন ফসলের বীজের মান উন্নয়ন, নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের কলাকৌশলবীজপ্রযুক্তি বিভাগ, গাজীপুর
১৮।বিভিন্ন ফসলের উদ্ভাবিত প্রযক্তিসমূহ কৃষকের মাঠে যাচাই-বাছাইকরণ, প্রযুক্তি গ্রহণে কৃষকদের উদ্বুদ্ধ করা, সমন্বিত খামার পদ্ধতি ব্যবস্থাপনা এবং কৃষকের চাহিদা মাফিক প্রযুক্তি উদ্ভাবনসরেজমিন গবেষণা বিভাগ,গাজীপুর
১৯।সম্প্রসারণ কর্মী, কৃষক, জিও, এনজিও ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযুক্তি হস্তান্তর প্রশিক্ষণের ব্যবস্থাপ্রশিক্ষণ ও যোগাযোগ উইং, গাজীপুর
২০।দেশী ও বিদেশী বই, জার্নাল সংক্রান্ত তথ্য/সেবা প্রদানলাইব্রেরী শাখা, গাজীপুর
২১।বিভিন্ন ফসলের জার্মপ্লাজম সংগ্রহ, মূল্যায়ন, চরিত্রায়ন ও সংরক্ষণউদ্ভিদ কৌলিসম্পদ কেন্দ্র, গাজীপুর
২২।জীব প্রযুক্তির (Bio-Technology) মাধ্যমে ফসলের উন্নয়নজীব প্রযুক্তি বিভাগ,গাজীপুর
২৩।জলবায়ু পরিবর্তন ও প্রতিকূল – আবহাওয়া উপযোগী ফসল উৎপাদন প্রযুক্তিসরেজমিন গবেষণা বিভাগ, কৃষিতত্ত্ব বিভাগ, গাজীপুর
২৪।আপদকালীন সময়ে বিভিন্ন ফসলের বীজ/চারা উৎপাদন ও সরবরাহখামার বিভাগ, গাজীপুর
২৫।বিএআরআই- এর ডাইনামিক (গতিশীল) ওয়েব সাইটের মাধ্যমে তথ্য প্রযুক্তি সেবা প্রদানএএসআইসিটি বিভাগ, গাজীপুর

 

অভিযোগ/সমস্যার প্রতিকার

পরিচালক ( সেবা ও সরবরাহ ) উপকারভোগীদের অভিযোগ/সমস্যা দ্রুততার সাথে প্রতিকারের জন্য ফোকাল পয়েন্ট হিসাবে কাজ করবেন। বিএআরআই- এর আওতাধীন ফসলের সাথে সম্পৃক্ত কৃষক/উপকারভোগীগণ তাদের অভিযোগ/সমস্যাদি প্রতিকারের জন্য প্রতিদিনই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সময়ে ফোকাল পয়েন্ট কর্মকর্তার সঙ্গে সাক্ষাত করতে পারবেন। ফোকাল পয়েন্ট সরাসরি জবাব দেবেন অথবা তিনি সেবার ধরণ অনুযায়ী অভিযোগকারী/ সুফলভোগীদের সংশ্লিষ্ট গবেষণা কেন্দ্র বা বিভাগের বিজ্ঞানীদের সাথে যোগাযোগ করিয়ে দিবেন এবং সমস্যাদির সমাধানের জন্য হালনাগাদ করে বিএআরআই- এর মহাপরিচালকের দপ্তরে নিয়মিতভাবে প্রেরণ করবেন। প্রয়োজন মাফিক মহাপরিচালক এ বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে অবহিত করবেন। সিটিজেন চার্টার নিয়মিতভাবে মহাপরিচালক মহোদয় পুনঃনিরীক্ষণ/পর্যালোচনা করবেন।

অভিযোগ/সমস্যার প্রতিকারের সময়সীমা

বিষয়

সময়সীমা

অভিযোগ প্রাপ্তি স্বীকার

১ দিন

অভিযোগকারীর নিকট অন্তবর্তীকালীন উত্তর প্রদান

১ সপ্তাহ

চূড়ান্ত নিস্পত্তি

৩ সপ্তাহ

কৃষি মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রেরণ

প্রয়োজন মাফিক

অঙ্গীকার নামা

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটউট দেশের ক্রমবর্ধমান বর্ধিত জনসাধারণের খাদ্য ও পুষ্টির চাহিদা মিটানোর লক্ষ্যে বিএআরআই- এর আওতাধীন ফসলসমূহের উন্নত জাত ও বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার মান উন্নয়ন করতে অঙ্গীকারাবদ্ধ।

সেবা প্রদানকারী কার্যালয় সমূহ

১।

প্রধান কার্যালয়, বিএআরআই, গাজীপুর
ফোকাল পয়েন্ট কর্মকর্তাঃ পরিচালক ( সেবা ও সরবরাহ )
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটউট, জয়দেবপুর, গাজীপুর- ১৭০১
ফোনঃ ৯২৫২৫২৭ ফ্যাক্স : ০০৮৮-০২-৯২৬১৪১৫
ই-মেইলঃ dir.ss@bari.gov.bd

২।

উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
ফোকাল পয়েন্ট কর্মকর্তাঃ পরিচালক (উদ্যান)
ফোনঃ ৯২৫২৫২৯
ই-মেইলঃ dir.hrc@bari.gov.bd

৩।

কন্দাল ফসল গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
ফোকাল পয়েন্ট কর্মকর্তাঃ পরিচালক (কন্দাল)
ফোনঃ ৯২৫২৫২৯
ই-মেইল: dir.tcrc@bari.gov.bd

৪।

গম গবেষণা কেন্দ্র, বিএআরআই, নশিপুর, দিনাজপুর
ফোকাল পয়েন্ট কর্মকর্তাঃ পরিচালক (গম)
ফোনঃ ০৫৩১-৬৩৩৪২
ই-মেইল: dir.wrc@bari.gov.bd

৫।

তৈলবীজ গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর
ফোকাল পয়েন্ট কর্মকর্তাঃ পরিচালক (তৈলবীজ)
ফোনঃ ৯২৫২৩০৩
ই-মেইল: dir.orc@bari.gov.bd

৬।

ডাল গবেষণা কেন্দ্র, বিএআরআই, ঈশ্বরদী, পাবনা
ফোকাল পয়েন্ট কর্মকর্তাঃ পরিচালক (ডাল)
ফোনঃ ০৭৭৩২৬-৬৩৬০৬
ই-মেইল: dir.prc@bari.gov.bd

৭।

মসলা গবেষণা কেন্দ্র, বিএআরআই,শিবগঞ্জ, বগুড়া
ফোকাল পয়েন্ট কর্মকর্তাঃ পরিচালক (পরিকল্পনা)
ফোনঃ ০৫০৩৩-৬৯০৮১
ই-মেইল: dir.src@bari.gov.bd

৮।

আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বিএআরআই, জামালপুর
ফোকাল পয়েন্ট কর্মকর্তাঃ মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা
ফোনঃ ০৯৮১-৬৩১৩৮
ই-মেইল: cso.jamal@bari.gov.bd

৯।

আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বিএআরআই, যশোর
ফোকাল পয়েন্ট কর্মকর্তাঃ মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা
ফোনঃ ০৪২১-৬৮৬৪৯
ই-মেইল: cso.jess@bari.gov.bd

১০।

আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বিএআরআই, রহমতপুর, বরিশাল
ফোকাল পয়েন্ট কর্মকর্তাঃ মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা
ফোনঃ ০৪৩১-২১৭৩৮৭৫
ই-মেইল: cso.rahmat@bari.gov.bd

১১।

আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বিএআরআই, মৌলভীবাজার
ফোকাল পয়েন্ট কর্মকর্তাঃ মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা
ফোনঃ ০৮৬১-৫৩৪৬২
ই-মেইল: cso.akbar@bari.gov.bd

১২।

আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বিএআরআই, হাটহাজারী, চট্রগ্রাম
ফোকাল পয়েন্ট কর্মকর্তাঃ মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা
ফোনঃ ০৩১-২৬০১৫০৯
ই-মেইল: cso.hatha@bari.gov.bd